রাজ্যের খবর

ঘূর্ণিঝড় কোথায়? দীঘার আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট

Digha weather update

The Truth of Bengal: ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে চেনা ছন্দে দীঘা। ইতিমধ্যেই নিম্নচাপ সরে গেছে বাংলাদেশের দিকে। দীঘায় গতকাল ছিল কঠোর নিরাপত্তা। পর্যটকদের সমুদ্রস্থানে বাধা দেওয়া হয়েছিল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিজে উপস্থিত থেকে পরিস্থিতির খতিয়ে দেখেছিলেন। আজ সকাল থেকেই আবহাওয়া অনেকটাই উন্নতি ঘটেছে। মেঘমুক্ত আকাশ রোদ ঝলমলে দীঘায় পর্যটকের ঢল নামার অপেক্ষায়। দুর্যোগ কাটিয়ে চেনা ছন্দে ফিরছে দীঘা।

ঘূর্ণিঝড় মিধিলির জেরে কার্যত ফাঁকা হয়ে গিয়েছিল দিঘার সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দীঘা ও উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সমুদ্র সৈকত পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। হলুদ সতর্কতা জারি করা হয়েছে সৈকতের জেলা পূর্ব মেদিনীপুরে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার ভোররাতে মোংলা এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ উপকূল পার করবে সেই ঘূর্ণিঝড়। এরপর বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে। সেইসময় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২১ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।

Free Access

Related Articles