বর্ধমানের সভা থেকে ফেরার পথে চোট মুখ্যমন্ত্রীর, নিরাপত্তায় এবার কড়া পদক্ষেপ ডিজি-র
DG's strict action on safety

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এবার কড়া পদক্ষেপ ডিজি-র। বর্ধমানের সভা থেকে ফেরার পথে চোট লেগেছিল মুখ্যমন্ত্রীর। এরপ থেকেই নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ ডিজি-র। কোনও ভিআইপির কনভয়ে ঢিলেমি বরদাস্ত করা হবে না। জেলার এসপি-পুলিশ কমিশনারদের সতর্ক থাকতে হবে। ভার্চুয়াল বৈঠকে সেই বার্তা দিয়েছেন ডিজি রাজীব কুমার।
বুধবার পূর্ব বর্ধমানে সভা সেরে ফেরার পথে মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলি দিয়ে বেরনোর সময়ে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে আসে একটি গাড়ি। মুখ্যমন্ত্রীর গাড়িরচালক সজোরে ব্রেক কষেন। তাতে কপাল ঠুঁকে যায় মুখ্যমন্ত্রীর। কপালে সামান্য চোট পান মুখ্যমন্ত্রী।
তবে তিনি বলেছিলেন, “আরেকটু হলে পুরো মরেই যেতাম।” বুধবার ঘটনার নেপথ্যে নবান্নের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়, নিরাপত্তায় গাফিলতি ছিল। আর সে কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষ বৈঠক ডাকলেন ডিজি রাজীব কুমার। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি । রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটিও।
FREE ACCESS