শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১১টি দোকান
Devastating fire breaks out in Panitanki market on India-Nepal border in Siliguri sub-division, 11 shops burnt to ashes

The Truth Of Bengal: বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি:- শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১১টি দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, জানা গিয়েছে যে শনিবার সকালে স্থানীয়রা প্রথমে শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজার থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। এবং খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মহূতের মধ্যে আগুন গ্রাস করে গোটা আসে পাশে থাকা দোকানগুলোকে। এরপর মাটিগাড়া ও শিলিগুড়ির দুটি দমকল এবং নেপালের মেচীনগর মিউনিসিপ্যালিটির একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
দমকলকর্মীদের প্রায় সাড়ে তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায় যায়। যার মধ্যে রয়েছে কসমেটিক, মুদিখানা, গাড়ির পার্টস,কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি আধিকারিকরা। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে বলে খবর। বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।