মঙ্গলাহাটের চারতলার একটি গুদাম ঘরে বিধ্বংসী আগুন
Devastating fire breaks out in a four-story warehouse in Mgalahat

Truth Of Bengal: রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল হাওড়ার মডার্ন মঙ্গলাহাট। সকাল ৯টা নাগাদ মঙ্গলাহাটের চারতলার একটি গুদাম ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন এবং গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন ওই বিল্ডিংয়ে থাকা প্রায় ২৮০০ ব্যবসায়ী। যেহেতু রবিবার হাট বসে, তাই ক্রেতাদের ভিড়ও ছিল যথেষ্ট। বিকিকিনির মাঝে কালো ধোঁয়া দেখে দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন ক্রেতা-বিক্রেতারা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রথমেই নিরাপত্তার কারণে গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন নেভাতে ব্যাপক বেগ পেতে হয়েছে আধিকারিকদের। কারণ, বিল্ডিংটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত এবং পুরসভার জলের সংযোগ বিচ্ছিন্ন ছিল। উপরন্তু, চারতলায় থাকা জলাধার সম্পূর্ণ খালি ছিল, যার ফলে অগ্নিনির্বাপন আরও কঠিন হয়ে দাঁড়ায়। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দমকল কর্মীরা সাহসিকতার সঙ্গে কাজ করে আগুন আয়ত্তে আনেন। যদিও ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে। স্থানীয়দের তরফে জানান হয়েছে, এত বড় বিপণিকেন্দ্রে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থাই ছিল না। ফলে ভবিষ্যতের জন্য এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির বিষয়টিও নতুন করে উঠে এসেছে আলোচনায়। বলা বাহুল্য, বড়বাজারের বিধ্বংসী আগুনের স্মৃতি এখনও টাটকা। এরইমধ্যে এবার হাওড়ায় আগুন আতঙ্ক। রবিবাসরীয় সকালে হাওড়া ময়দান এলাকার মঙ্গলাহাটে আগুন লাগার ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।