
The Truth of Bengal: মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজনা এলাকায় এশিয়ান হাইওয়ের ধার থেকে একটি সম্বর হরিণের মৃতদেহ উদ্ধার করল বন কর্মীরা। জানাগেছে, এদিন সাত সকালে স্থানীয়রা ওই মৃত সম্বর হরিণটিকে দেখতে পান। এলাকার বাসিন্দারাই বন দপ্তরকে বিষয়টির খবর দেন।
খবর পেয়ে বন দপ্তরের মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণের মৃতদেহটি উদ্ধার করে।তবে কিভাবে ওই সম্বর হরিণটির মৃত্যু হল, সেই বিষয়ে কেউই কিছু জানেনা। কারণ, সকালে প্রচন্ড ঘন কুয়াশার জেরে রাস্তা ছিল প্রায় শুনশান। গ্রামবাসীরা কুয়াশার দরুন কেউ ঘর থেকে বের হননি। ফলে কখন বা কিভাবে সম্বর হরিণটির মৃত্যু হল তা জানা যায়নি।
এশিয়ান হাইওয়ের ধারে হরিণটির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে অনুমান সড়ক দুর্ঘটনা তেই ওই হরিণটির মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বন দপ্তরের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। দেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা।