রাজ্যের খবর
বারুইপুরে গলার নলি ও হাতের শিরা কাটা ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Dead body recovered in Baruipur

The Truth of Bengal: দক্ষিণ 24 পরগনার বারুইপুরের শাসন রোড স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ওঠার মুখেই প্লাটফর্মের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার নলি ও হাতের শিরা কাটা ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা মৃতদেহটি দেখে তড়িঘড়ি খবর দেন বারুইপুর থানায়। ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বাইরে থেকে খুন করে দেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের জিন্স, সাদা রঙের টি-শার্ট ও কালো রঙের জ্যাকেট। তার হাতে ও পায়ে বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি, হত্যার কারণও খতিয়ে দেখা হচ্ছে।