রাজ্যের খবর

নিষেধাজ্ঞকে অবজ্ঞা করে ঝুঁকিপূর্ণ যাতায়াত

Dangerous travel by disregarding the prohibition

Bangla Jago Desk: নদীর জলস্তর বাড়ায় ভেঙে পড়েছে ব্রিজ। সেই ভাঙ্গা ব্রিজ দিয়ে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। দ্রুত নতুন ব্রিজ তৈরির আশ্বাস প্রশাসনের। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত সাধারণ মানুষের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ওপরে থাকা ব্রীজের মাঝের অংশ গত কয়েক সপ্তাহ আগে ভেঙে যায়। তারপর বেশ কয়েকদিন ওই ব্রিজ উপর দিয়ে যাতায়াত বন্ধ ছিল।

এই মুহূর্তে প্রশাসনের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেই সাধারণ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছে। যে কোন মুহূর্তেই প্রাণহানির মত মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজের ওপর দিয়ে সাধারণ মানুষ যাতে পারাপার না করতে না পারে সে কারণে মোতায়ন করা রয়েছে সিভিক পুলিশ। তারা সাধারণ মানুষদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপারের ক্ষেত্রে বারণ করলেও প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেই জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার করছেন সাধারণ মানুষরা।

ফলে যে কোন মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সাধারণ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে কেন এই ব্রিজ পারাপার করছে এ বিষয়ে তাদের প্রশ্ন করলে তারা জানান, কোন উপায় নেই তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করতে হচ্ছে। এই সমস্যার কারণে হামিরহাটি গ্রাম পঞ্চায়েত , পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েত এবং ধুলাই গ্রাম পঞ্চায়েতের ৪০ থেকে ৪৫টি গ্রামের সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছে।

সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং রোগী ও রোগীর আত্মীয়দের। যদিও প্রশাসনের তরফে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান, কেউ ঝুঁকি নিয়ে পারাপার করলে তার দায় কে নেবে। তবে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেই জানান তিনি। নদী পারাপারের জন্য বিকল্প হিসেবে প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হয়েছিল তবে জলস্তর কমে যাওয়ার কারণে সেই নৌকা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখন কবে এই সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে রয়েছেন এই এলাকার সাধারণ মানুষরা ।

Related Articles