রাজ্যের খবর

দক্ষিণরায়ের আতঙ্ক পাথরপ্রতিমায়, বাঘ ধরতে টোপ দিয়ে পাতা হল খাঁচা

Sundarban Tiger

The Truth of Bengal: জলে কুমির, ডাঙায় বাঘ। এই নিয়ে সুন্দরবনবাসীর জীবন। কখনও কুমির কাউকে টেনে নিয়ে যায় তো কখনও আক্রমণ করে বাঘ।এ বার বাঘের আতঙ্ক পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর এলাকায়। সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বলে দাবি এলাকাবাসীর। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সুস্মিতা দাস নামে এক স্কুলছাত্রীর বক্তব্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সে দেখতে পায় একটি ষাঁড় আতঙ্কে ছুটছে। কুকুর চিৎকার করছে। এরপর সেই টর্চের আলো জ্বালাতেই দেখতে পায় নদী বাঁধের ওপর বসে আছে একটি বাঘ।

আতঙ্কে চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই জানায় বাঘ দেখার কথা। সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ।তবে প্রথমে এলাকাবাসী এই কথা বিশ্বাস না করলেও শুক্রবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। এই খবর রটে যাওয়ায় বাঘের পায়ের ছাপ দেখতে জঙ্গলের কাছে হাজির হয় প্রচুর মানুষ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে। দ্রুত সেখানে উপস্থিত হন বনকর্মীরা। বাঘের পায়ের ছাপ চিহ্নিতকরণ করার পর সতর্কতামূলক হিসাবে মাইকিং করে গোটা এলাকার মানুষকে সতর্ক করা হয়।

এরপর বন দফতরের পক্ষ থেকে জঙ্গলে পাতা হয় ৩টি খাঁচা।বাঘের পায়ের ছাপ খতিয়ে দেখার পাশাপাশি বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ছাগলের টোপ পাতা খাঁচায় নজর রাখা হচ্ছে। একইসঙ্গে ড্রোন ওড়ানো হচ্ছে বাঘের সন্ধানে। বাঘটিকে খাচাবন্দি না করা পর্যন্ত অভিযান জারি থাকবে বলে জানিয়েছে বন দফতর। সেই সঙ্গে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করছে বন দফতর।

Free Access

Related Articles