রাজ্যের খবর

ফেরিঘাট বন্ধে নিত্যযাত্রীদের ভোগান্তি   

Daily commuters suffer due to closure of ferries

The Truth of bengal: একের পর ব্যারেজ থেকে জল ছাড়ায় নদীতে বেড়েছে জলস্তর।প্রতিনিয়ত বেড়েই চলেছে জল স্রোত।তাই অবস্থা বুঝে অনির্দিষ্টকালের জন্য নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরি চলাচল বন্ধ রাখল প্রশাসন।তাতে ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে রোগীর পরিবার।

ভাগীরথী নদী পাড় ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই। নদীয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসাবে রয়েছে এই ভাগীরথী। ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ। গতকাল থেকে দুই জেলার জেলা শাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ। অবস্থা বুঝে  অনির্দিষ্টকালের জন্য নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরি চলাচল বন্ধ রাখল প্রশাসন। জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তের দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে।

লঞ্চ ও ভেসেল এর মাধ্যমে গবাদিপশুর খাবার, মাছ, কাঁচা আনাজ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশায় এবং চাকুরীতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন। কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ, সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর অনুযায়ী জানা গেছে। দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথীর তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে গতকাল রাত্রি থেকে সোমবার এখনো পর্যন্ত বন্ধ ফেরি চলাচল, সূত্রের খবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ফেরিঘাট।

Related Articles