ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কেমন থাকছে বাংলার আবহাওয়া?
Cyclone formed again, how is the weather in Bengal?

Truth Of Bengal: মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হবে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা বেশ কিছু অংশে মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
দু’দিনের জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই।
এদিন দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে এদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।