গভীর সমুদ্রে খোঁজ মিলল অভিশপ্ত ট্রলারের, চলছে ট্রলারটিকে টেনে আনার কাজ
Cursed trawler found in deep sea

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী : বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারকে দশটি ট্রলার মিলে টেনে আনছে। আপাতত দশটি ট্রলার ডুবন্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে।
গভীর সমুদ্রে খোঁজ মিলল অভিশপ্ত ট্রলারের, চলছে ট্রলারটিকে টেনে আনার কাজ pic.twitter.com/wTTJkHAVP2
— TOB DIGITAL (@DigitalTob) September 22, 2024
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে কাকদ্বীপের বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে টর্নেডোর কবলে পড়ে একটি ট্রলার ডুবি হয়েছিল। ঘটনায় উদ্ধার করা হয়েছিল ৮জন মৎস্যজীবীকে। তবে এখনও খোঁজ মেলেনি বাকি ৯ জন মৎস্যজীবীর। সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। যার জন্য মৎস্যজীবীদের মহলে প্রবল আতঙ্ক ছড়ায়।
শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই ট্রলার ডুবি হয়। ট্রলার ডুবির ফলে ৯জন মৎস্যজীবী নিঁখোজ হয়ে গেছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। এরআগেও এই ধরণের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।