রাজ্যের খবর

যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎই আসানসোলে এলেন সিআরপিএফের ডিআইজি

CRPF DIG suddenly arrives in Asansol amid war situation

Truth of Bengal: ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎই আসানসোলের রূপনারায়ণপুরের বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করলেন সিআরপিএফের ডিআইজি নাদিম আহমেদ আনসারি। বুধবার দুটি গাড়িতে এই প্রতিনিধি দল হিন্দুস্তান কেবলসে কারখানায় এসে পৌঁছায়। এরপর এখানকার আধিকারিককে সঙ্গে নিয়ে পরিত্যক্ত কেবলস কারখানার সমস্ত এলাকা ঘুরে দেখেন তারা।

একেবারে সুনির্দিষ্ট ম্যাপ ধরে ধরে তারা বিভিন্ন মৌজা ঘুরে দেখেন, এমনকি পৌঁছে যান কেবলসের সীমানায় বয়ে যাওয়া অজয় নদের তীর পর্যন্ত। ঢোকেন ঝোপ জঙ্গলে পরিণত হওয়া বন্ধ কারখানার ভেতরেও। সরেজমিন পর্যবেক্ষণ শেষে কেবলসের প্রশাসনিক ভবনে তারা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন।ওয়াকিবহালের মতে এবারের এই পরিদর্শন কোনমতেই রুটিন পরিদর্শন নয়।কেন্দ্রীয় সরকারের সক্রিয়তায় কোন বড় উদ্যোগ হিন্দুস্তান কেবলসের মাটিতে রূপ পেতে পারে।যদিও কেন এই পরিদর্শন সেই প্রসঙ্গে সিআরপিএফের ডিআইজি কোনো মন্তব্য করেননি।

তবে সূত্রের খবর দেশে যখন যুদ্ধ পরিস্থিতি চলছে সেই মুহুর্তে এই পরিদর্শন অন্তত্য তাৎপর্যপূর্ণ।যুদ্ধ পরিস্থিতিতে কোন কিছু করা হবে না এখানে।তবে সূত্রের খবর যদিও পরিদর্শনের পর যে রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রী পর্যায়ে দাখিল করা হবে বলে শোনা যাচ্ছে তাতে আশা জাগছে কেবলসের মাটিতে নতুন কিছু হওয়ার।যেহেতু সিআরপিএফের ডিআইজি নিজে এই এলাকা পরিদর্শন করে গেলেন তাতে সম্ভাবনা জাগছে আধা সামরিক বাহিনী কিমবা দেশের সেনাবাহিনীর উপযুক্ত কিছু গড়ে ওঠার।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান কেবলস্ কারখানা।এই কারখানার আওতায় ৯৪৭ একর জমি আছে।তবে কেন এই পরিদর্শন আগামীদিনে সেটাই এখন দেখার।তবে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার শ্রমিক থেকে এলাকাবাসী কেউ জানেন না কেন এই পরিদর্শন।তবে এখানে নতুন কিছু হলে অবশ্যই স্বাগত জানাবেন বলে জানিয়েছেন শ্রমিক থেকে এলাকাবাসী।

Related Articles