রাজ্যের খবর

গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশের হাতে তুলল জনতা, তদন্তে বরাবাজার থানা

Crowd seizes vehicle loaded with cows and hands it over to police, Barabazar police station investigates

Truth of Bengal: পুরুলিয়ার বরাবাজার থানার অন্তর্গত তুমড়াশোল মোড়ে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার বিকেল প্রায় ৪টে নাগাদ, স্থানীয় বাসিন্দারা ১৯টি গরু বোঝাই একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সন্দেহজনকভাবে গাড়িটি দ্রুত গতিতে এলাকায় প্রবেশ করায় স্থানীয়দের মনে হয়, এটি অবৈধভাবে পশু পাচারের সঙ্গে যুক্ত হতে পারে।

স্থানীয়দের নজরে পড়ে যে গাড়িটির ভিতরে আওয়াজ হচ্ছে এবং তাতে গরু বোঝাই করা রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা গাড়িটিকে রাস্তায় থামিয়ে দেয়। খবর দেওয়া হয় বরাবাজার থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং গাড়ি সহ গরুগুলিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গাড়িটি কোথা থেকে এসেছে এবং গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে তদন্ত চলছে। গাড়ির চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে তাদের কাছে কোনও বৈধ পশু পরিবহন সংক্রান্ত কাগজপত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল ২-এর সভাপতি নিশাপতি মাহাতো।

এই ঘটনায় বরাবার মতোই উঠে এল জনসচেতনতার গুরুত্ব। স্থানীয় মানুষের তৎপরতায় পশু পাচারের মতো একটি ঘটনা রোধ করা সম্ভব হয়েছে। তবে প্রশাসনের দায়িত্ব, এই ধরনের গাড়ি কীভাবে অবাধে চলাচল করে তা খতিয়ে দেখা এবং প্রয়োজনে নজরদারি আরও জোরদার করা।

Related Articles