রোদের তাপে ঝলসে যাচ্ছে ফসল, মেঘ-বৃষ্টির আশায় নদিয়ার বহু কৃষক
Crops are getting scorched by the heat of the sun, many farmers of Nadia are hoping for clouds and rain

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : রাজ্যের সাথে সাথে জেলা জুড়ে চলছে প্রবল খরা। বৃষ্টির দেখা নেই। জমিতে চাষের ফসল পুড়ে খাক হয়ে যাচ্ছে। একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে তেমনি অনাবৃষ্টিতে চাষীদের ফসল প্রায় ধ্বংসের মুখে। জেলা জুড়ে ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষীদের কাজ। গাছ রোপন থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যে। বৃষ্টি কবে হবে? তা অজানা। তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষীদের। এটাই যে তাদের প্রধান রুটি রুজি।
আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে। প্রবল ক্ষতির সম্মুখীন হবে চাষিরা। আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদীয়ার বিভিন্ন এলাকায়। সেখানকার চাষিদের বক্তব্য একটাই বৃষ্টি চাই। না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে। এমন খড়ায় কোনও ফসল টেকানো যাচ্ছে না। তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা বৃষ্টি চাই।