ভাগীরথীতে ফের কুমিরের হানা, আতঙ্কে স্নান বন্ধ নবদ্বীপে
Crocodile attacks Bhagirathi again, bathing banned in Nabadwip due to fear

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়া জেলার নবদ্বীপ শহরে ফের একবার কুমির আতঙ্কে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাগীরথী নদীর রানীর ঘাটে বুধবার সকালে বিশালাকৃতির একটি কুমির দেখা যাওয়ায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল প্রায় দশটা নাগাদ কিছু পুণ্যার্থী নদীতে স্নান করছিলেন। তখনই হঠাৎ নদীর জলে একটি বিশাল আকৃতির জলজ প্রাণী দেখা যায়, যাকে স্পষ্টভাবেই কুমির বলে চিহ্নিত করেন উপস্থিত লোকেরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণভয়ে সকলে নদী থেকে উঠে আসেন এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। পাশাপাশি বনদফতরকেও খবর দেওয়া হয়েছে। বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করবেন এবং নদীতে সত্যিই কুমির আছে কিনা তা খতিয়ে দেখবেন।
এই ঘটনা নতুন নয়। কয়েক মাস ধরেই নবদ্বীপ ও নদিয়ার বিভিন্ন ঘাটে ভাগীরথী নদীতে একাধিকবার কুমির দেখা যাওয়ার খবর সামনে এসেছে। সেসময়ও নদীতে স্নান বন্ধ ছিল অনেকদিন। এবার আবার সেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে।
এলাকার মানুষের দাবি, নদীতীরে যেন নজরদারি বাড়ানো হয় এবং বনদফতরের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অনেকেই আশঙ্কা করছেন, এই কুমির হয়তো নদীর জলপথে আশেপাশের অন্যান্য ঘাটেও চলে যেতে পারে, ফলে অন্য এলাকাও বিপদের মুখে পড়তে পারে।
এই মুহূর্তে পুণ্যার্থীরা অত্যন্ত ভীতসন্ত্রস্ত এবং অনেকেই ঘাটে এসে ফিরে যাচ্ছেন স্নান না করেই। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে বাড়তি নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
তদন্তের পরে বোঝা যাবে, সত্যিই কি কুমির দেখা গেছে, নাকি অন্য কোনও বড় জলজ প্রাণীকে ভুল করে কুমির ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আপাতত, নবদ্বীপে ভাগীরথীর ঘাটে কুমির আতঙ্কে থমকে গিয়েছে ধর্মীয় আচার ও নদীতে স্নানের ধারাবাহিকতা।