আয়কর আধিকারিক সেজে সোনার দোকানে হানা দুষ্কৃতীদের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ …
Criminals attacked gold shop by income tax official, police investigates CCTV footage

The Truth Of Bengal: সোনার দোকানে দুষ্কৃতী হানা, আয়কর আধিকারিক সেজে হানা দেয় দুষ্কৃতীরা। হুগলির শিয়াখালা বাজারের ঘটনা। ১৭ লক্ষ টাকা ও ১৭০ গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা সঙ্গে নিয়ে যায় দোকান মালিকের ছোট ভাইকে,ঘটনাস্থলে আসে হরিপাল থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে হরিপাল থানার পুলিশ।
আয়কর দফতরের আধিকারিক সেজে হানা। কিডন্যাপ করা হল সোনার দোকানের মালিকের ভাইকে। ঘটনাটি ঘটেছে হুগলির শিয়াখালা বাজারে। বৃহস্পতিবার দুটি গাড়ি করে ৬ থেকে সাত জন ব্যাক্তি আসে। দোকানে ঢুকে তারা নিজেদের আয়কর দফতরের আধিকারিক বলে পরিচয় দেয় ওই দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে নথি খতিয়ে দেখার ভান করে এবং দোকানে রাখা নগদ ১৭ লক্ষ কিছু সহ ১৭০ গ্রাম সোনা নিয়ে যায় সাথে দোকানের মালিকের ভাই কে সঙ্গে নিয়ে যায়। তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
ঘটনাস্থলে আসে হরিপাল থানার পুলিশ। ইতি মধ্যে দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবিষয়ে তদন্ত শুরু করেছে হরিপাল থানার পুলিশ।
Free Access