রাজ্যের খবর

ত্রুটিযুক্ত ঠোঁটের কারণে শিশু কন্যাকে নদীতে ভাসিয়ে দিল দম্পতি

Couple floats baby daughter in river due to defective lips

The Truth of Bengal: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকায় ত্রুটিযুক্ত ঠোঁটের কারণে নিজেদের শিশু কন্যাকে জলে ভাসিয়ে দেয় এক দম্পতি। ঘটনার কয়েকদিন পর জানাজানি হতেই চাপে পড়ে নিজেদের কুকর্মের কথা স্বীকার করে ওই শিশু কন্যার বাবা -মা।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ওই দম্পতির তিন বছর বয়সী কন্যা ত্রুটিযুক্ত ঠোঁটের কারণে জন্মগ্রহণ করে। এতে ওই দম্পতি লজ্জায় এবং বিরক্ত বোধ করত। তাই তারা তাদের কন্যাকে জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গতকাল, ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। তারা ওই দম্পতিকে ধরে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে।

আজ, ঘাটাল থানার পুলিশ শিশুকন্যার দেহ উদ্ধারে ঝুমি নদীতে জাল ফেলে তল্লাশি চালাচ্ছে সকাল থেকেই। তবে, এখনও পর্যন্ত শিশুকন্যার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Related Articles