
The Truth of Bengal: সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দুই নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি এলাকায়। মৃত যুগলের দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকাল আটটা নাগাদ আমশোলের জঙ্গলে হঠাৎই এক যুবক-যুবতীর দেহ একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, জয়পুর থানার বৈতাল এলাকার বাসিন্দা দীপ মহাদন্ড কুড়ি বছর বয়স কোতুলপুর থানার বাসিন্দা, বর্ষা মহাদ্বন্দ্ব ১৪ বছর বয়স। দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা খুন নাকি আত্মহত্যা? জানতে তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।
Free Access