রাজ্যের খবর

নয়াহাটে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার দম্পতি

Couple arrested with brown sugar worth lakhs in Nayahat

Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের নয়াহাট এলাকায় ব্রাউন সুগার পাচারচক্রের বড়সড় ছক ফাঁস করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। গাড়িতে থাকা এক দম্পতির ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৯১ গ্রাম ব্রাউন সুগার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দম্পতির নাম মহম্মদ আলিমুদ্দিন ও বেরাফুল বেগম। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা এই ব্রাউন সুগার ফাঁসিদেওয়া ব্লকের টামবাড়ি এলাকা থেকে চটহাটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।তদন্তে উঠে এসেছে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় শিলিগুড়ি মহকুমায় ফের একবার মাদকের আগ্রাসন ও তা ঠেকাতে পুলিশের সক্রিয় ভূমিকাই উঠে এসেছে সামনে। ফাঁসিদেওয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

 

Related Articles