ঝাঁটা হাতে কাউন্সিলর! সাফাই অভিযানে নজির গড়লেন কৃষ্ণ গোপাল রায়
Councilor with broom in hand! Krishna Gopal Roy sets an example in cleanliness drive

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: রাজ্যের রাজনৈতিক অঙ্গনে যখন একের পর এক অনিয়মের অভিযোগ উঠে আসছে, তখন ঠিক তার উল্টো ছবি ধরা পড়ল সোনামুখীতে। এমন মানবিক ও দায়িত্ববান জনপ্রতিনিধিকে দেখে অভিভূত সাধারণ মানুষ।
সোনামুখী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ গোপাল রায় প্রতিদিন ভোরবেলায় সাফাই কর্মীদের সঙ্গে এক সঙ্গে নেমে পড়েন ওয়ার্ড পরিষ্কারে। শুধু ঝাঁটা নয়, কখনও হাতে বেলচা, কখনও আবার নোংরা আবর্জনা তুলছেন পুরসভার গাড়িতে। তাঁর এই নিষ্ঠা ও কর্মক্ষমতা ওয়ার্ডবাসীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
স্থানীয় বাসিন্দা অনিতা দত্ত, রবি ডোম, চঞ্চল চক্রবর্তীরা বলেন, “আমরা এমন কাউন্সিলরই চাই। যিনি আমাদের কথা ভাবেন, পাশে থাকেন, শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর।” কৃষ্ণ গোপাল রায় বলেন, “আমি ছোটবেলা থেকেই এটা করে আসছি। এখন কাউন্সিলর হয়েছি বলে দায়িত্ব বেড়েছে, তাই নিজের কাজ নিজেই করি।”
তিনি শুধু দায়িত্ব পালনে নিখুঁত নন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রেও এগিয়ে। সাইকেল চড়ে ওয়ার্ডের অলিগলি ঘুরে ঘুরে খোঁজখবর নেন, সমস্যার কথা শোনেন, সমাধানে উদ্যোগী হন।
এই মানুষটি প্রমাণ করে দিলেন, জনপ্রতিনিধিত্ব মানে শুধুই চেয়ার দখল নয় —মানুষের পাশে থেকে কাজ করাই প্রকৃত নেতৃত্ব। সাধারণ মানুষের মুখে একটাই কথা —“এমন কাউন্সিলর শুধু ৭ নম্বর ওয়ার্ডে নয়, প্রতিটি ওয়ার্ডে দরকার।”