সিউড়িতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট ঘিরে বিতর্ক, থানায় অভিযোগ
Controversy over 'Pakistan Zindabad' post in Siuri, complaint filed with police station

Truth Of Bengal: পাকিস্তানকে ঘিরে ফের বিতর্ক—এইবার সেই বিতর্কের কেন্দ্রস্থল বীরভূমের সিউড়ি। সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বার্তা পোস্ট করায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় যুবসমাজ। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সিউড়ির রাজনীতি এবং প্রশাসনিক মহল।
স্থানীয় একদল যুবকের অভিযোগ, ‘জ্যাকসন রুবেল’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট করা হয়েছে, যেখানে লেখা ছিল ‘পাকিস্তান জিন্দাবাদ’। অভিযোগকারীদের দাবি, অ্যাকাউন্টটি বীরভূম জেলার পারুই এলাকার এক যুবকের বলে জানা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের পোস্ট শুধু আপত্তিকর নয়, বরং একেবারে দেশদ্রোহিতার শামিল, এমনটাই মত অনেকের। সেই কারণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শহরের কয়েকজন যুবক।
সিউড়ি থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উস্কানিমূলক বা রাষ্ট্রবিরোধী পোস্টের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনায় আবারো সামনে উঠে এল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং তার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা। যেখানে দেশজুড়ে পাকিস্তানের প্রতি ক্ষোভ ও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এই ধরনের পোস্ট দেশবাসীর আবেগে আঘাত এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই মনে করছেন সচেতন নাগরিকরা। স্থানীয় মানুষ ও যুবসমাজের একটাই আবেদন — অভিযুক্তকে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।