ভোটের আগে ব্যারাকপুরে বিতর্কিত পোস্টার
Controversial posters in Barrackpore ahead of polls

The Truth Of Bengal : ভোটের আগে বিতর্কিত পোস্টার ব্যারাকপুরে। ‘খুনিকে ভোট নয়’ লেখা পোস্টার পড়লো ব্যারাকপুরে। বিতর্কিত পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। পোস্টারে দেখা যাচ্ছে পল্টু সিং নামে এক ব্যক্তি খুলির ওপর বসে আছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। তাই তার বিরুদ্ধে এই পোস্টার বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই পোস্টার বিতর্কের পেছনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের হাত রয়েছে বলেই অভিযোগ বিজেপির। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যামের।
এই পোস্টার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, “দিদিমণিকে পদত্যাগ করা উচিত। দিদিমণি খুনিকে ২০ বছর বিধায়ক ও ১০ বছর পুরপ্রধান কেন করলো। তা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, এই ধরনের পোস্টার ভোটে কোনও প্রভাব পড়বে না। ভোট আসলেই তাঁকে খুনি আখ্যা দেওয়া হয়।”