রাজ্যের খবর

মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণ! জমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক

Construction of bridge on Muriganga River! Compensation checks handed over to land owners

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমায় মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি হিসেবে শুরু হলো জমি মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান। ইতিমধ্যেই কচুবেড়িয়ার জমি মালিকদের পর এবার লট নম্বর আটের জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ হিসেবে মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হল।

মঙ্গলবার কাকদ্বীপ বিডিও অফিস চত্বরে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১৬ জন জমি মালিকের হাতে মোট প্রায় ৪০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী, পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। বিধায়ক নিজে হাতে জমি মালিকদের চেক প্রদান করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

এই প্রকল্পে লট নম্বর আট এলাকার মোট ১২১ জন জমি মালিকের জমি অধিগ্রহণ করা হয়েছে। চেক গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন জমির মালিকরা। এক জমির মালিক সন্তোষ দাস বলেন, “এই সেতু নির্মাণের ফলে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। বহু বছর ধরেই আমরা চাইছিলাম এখানে একটি সেতু হোক। আজ সরকার সে পথে এগোচ্ছে দেখে ভালো লাগছে।”

স্থানীয় বাসিন্দারাও এই প্রকল্প ঘিরে আশাবাদী। তাঁদের মতে, মুড়িগঙ্গা নদীর উপর সেতু হলে দক্ষিণ ২৪ পরগনার বহু প্রত্যন্ত এলাকা যেমন সাগরদ্বীপ, নামখানা, কচুবেড়িয়া আরও সহজে জেলা ও রাজ্যের মূল শহরগুলোর সঙ্গে যুক্ত হবে। বাণিজ্য, পর্যটন ও পরিবহণ ক্ষেত্রেও এর সুফল মিলবে।

এই জমি হস্তান্তর ও ক্ষতিপূরণের পর্ব শেষ হলে শীঘ্রই প্রকল্পের নির্মাণ পর্বে প্রবেশ করবে প্রশাসন। এই সেতু নির্মাণকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলে তৈরি হয়েছে আশার আবহ। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুড়িগঙ্গার বুকে অবশেষে গড়ে উঠবে নতুন যোগাযোগের সেতু—এমনটাই আশা করছেন স্থানীয় মানুষ।

Related Articles