রাজ্যের খবর

ফের আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ছেলে হারিয়ে শোকাহত পরিবার

Complaint of death without treatment by RG again, family bereaved by loss of son

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: জ্বর নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হলেও শেষ রক্ষা হলো না। এবার বিনা চিকিৎসায় মৃত্যু হল নদীয়ার এক যুবকের। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। জানা যায় নদীয়ার গাংনাপুর থানার আইসমালি বেলেহাটি পাড়ার যুবক গত মঙ্গলবার জ্বর নিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরিবারের দাবি, চিকিৎসক কম থাকার কারণে তাদের ছেলের সঠিক চিকিৎসা হয়নি। মাঝে মধ্যেই শরীরের অবনতি হলে সিনিয়র ডাক্তারদের জানানো হলেও চিকিৎসা মেলেনি।

গত বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থার আরো অবনতি হয়, বন্ধ হয়ে যায় মল মূত্র, এমনকি মুখ দিয়ে গেঁজলা বেরোতে শুরু করে। বহুবার খোঁজ করে কোন নার্স বা চিকিৎসকের খোঁজ মেলেনি, আর দীর্ঘক্ষন বিনা চিকিৎসায় পড়ে থাকার কারণে শেষমেষ মৃত্যু হয় নন্দবিশ্বাস নামে ওই যুবকের। বাবা জ্যোতিষ বিশ্বাসের অভিযোগ, তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন ছেলেকে চিকিৎসা পাইয়ে দেওয়ার জন্য, অনেক ডাক্তারের কাছে গিয়ে কাকুতি-মিনতি করেছিলেন, তবুও চিকিৎসা পেলেন না। ডাক্তাররা নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এত বড় হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে, কেউ কাজে যোগ দিচ্ছেন না, সেই কারণে তাদের কিছু করার নেই।

পরিবারের একটাই প্রশ্ন, যখন চিকিৎসা করাতে পারছে না তখন রোগীদের কেন ভর্তি করছেন, আর কত প্রাণ এভাবে চলে যাবে। যদিও আরজি কর কাণ্ডের পর থেকে একনাগাড়ে প্রতিবাদ করছে জুনিয়র চিকিৎসকরা, আর প্রত্যেকটি মেডিকেল কলেজে দুগ্ধে দুগ্ধে মরছে রোগীরা। আর কতদিন চলবে এই মৃত্যু মিছিল, কবে হবে স্বাভাবিক পরিষেবা, উঠছে প্রশ্ন। এর আগেও দেখা গেছে ডাক্তারদের আন্দোলনের কারণে একাধিক রোগীর মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে। কেউ হারিয়েছে সন্তান কেউ হারিয়েছে মাকে হারিয়েছে বাবা কে, সবই বিনা চিকিৎসায় মারা গেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের যখন করজোরে নিবেদন করছেন আপনারা কাজে যোগ দিন তখনও কর্ণপাত নেই চিকিৎসকদের। তারা তাদের দাদিকে সামনে রেখে অবিরাম কর্মবিরতি করে যাচ্ছেন, আর তার কারণেই প্রাণ চলে যাচ্ছে একের পর এক রোগীর, যা একই ঘটনা ঘটে গেল নদীয়ায়। অকালে বিনা চিকিৎসায় প্রাণ চলে গেল নন্দবিশ্বাস নামে এক যুবকের।

Related Articles