রাজ্যের খবর

ভাইফোঁটা বাজারে দুশ্চিন্তা, বাজারে মূল্য বৃদ্ধিতে কপালে হাত মধ্যবিত্তের

Common people are upset with the price increase in the market

Truth of Bengal: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে অন্যতম হচ্ছে ভাই ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোটা যমের দুয়ারে পরলো কাঁটা, ভাইয়ের মঙ্গল কামনায় দিদি বা বোনেরা ভাইয়ের কপালে ফোটা দেয়। আর বাঙালির যেকোনো উৎসবই হোক না কেন বাঙালি খাদ্যপ্রেমী। আর সেই বাজার করতে গিয়েই কপালে হাত সাধারণ মানুষের। ভাইফোঁটা বাজারে দুশ্চিন্তায় মধ্যবিত্ত মানুষজন।

মাছ মাংসের দাম এতটাই বেড়ে গেছে তারা বলছেন ভাই কে শুটকি মাছ কিংবা ডিম ভেজে খাওতে হচ্ছে। এক ক্রেতা জানান, সবকিছুই কেন্দ্রের হাতে কেন্দ্রে চাবি না খুললে রাজ্য কিভাবে কাজ করবেন,। ভাইয়ের কপালে ফোঁটা দিতে গিয়ে সবজি ও মাছের বাজারে মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এক ক্রেতা জানান যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে মাছ মাংস খাওয়ানো প্রায় নাজেহাল।

তিনি বলেন কেন্দ্র সরকারের হাতে চাবিকাঠি কেন্দ্র সরকার যদি হাত বেঁধে রাখেন রাজ্য সরকার কি করবে। সরকারের কাছে আবেদন জানান আবার বিক্রেতারাও জানান দাম বেশি থাকার কারণে সারি সারি মাছ দোকানে পড়ে রয়েছে। ক্রেতারা দাম শুনে ঘুরে যাচ্ছেন,তিনি বলেন দাম একটু কমলে মধ্যবিত্ত সাধারণ মানুষ একটু স্বস্তি পায়। বাজার করতে গিয়ে প্রায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষকে।

Related Articles