খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ
Circuit Bench of Jalpaiguri High Court to be inaugurated soon

Truth of Bengal: জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে এসেছেন কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম। আর বৃহস্পতিবার প্রধান বিচারপতির উপস্থিতিতে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবনকে রাজ্য সরকারের পক্ষ থেকে কোলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হল।
এদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চের পরিকাঠামো খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম বলেন,” আজকের দিনটি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে এই হাইকোর্টের সার্কিট বেঞ্চটি রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের হাতে তুলে দেওয়া হল। এই সার্কিট বেঞ্চটি আগামী ২৫ বছর এখানকার মানুষদের পরিষেবা দেবে। আশা করছি খুব শীঘ্রই এই সার্কিট বেঞ্চটির উদ্বোধন হবে । তবে যেহেতু সামনেই বর্ষার মরসুম তাই শেষ মুহূর্তের কাজে হয়তো কিছুটা ব্যাঘাত হতে পারে। কেননা কিছু ডেভেলপমেন্টের কাজ বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী এই সার্কিট বেঞ্চটি তৈরির জন্য ৩৮০ কোটি টাকা বরাদ্দ করেছেন।”
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাই মাসে এই সাকির্ট বেঞ্চের উদ্বোধন হতে পারে জানা গেছে। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনমের সাথে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।