
Truth Of Bengal: প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করল সিআইডি। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় বিজেপি নেতাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন এই বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেই মামলার তদন্ত চলছে।
বৃহস্পতিবার ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদকে। সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে তিনি ভবানী ভবন যাবেন। সিআইডি গোয়েন্দাদের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। উল্লেখ্য ভাটপাড়া পুরসভায় অর্জুন সিং চেয়ারম্যান থাকাকালীন টেন্ডার নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সিআইডি গোয়েন্দারা এর আগে অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। এবার অর্জুন সিং কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে গোয়েন্দারা।