
The Truth of Bengal: বড়দিনের মাত্র একদিন বাকি। এই উপলক্ষে বাজারে হরেক রকম কেক পাওয়া যাচ্ছে। শহর থেকে গ্রাম কারিগররা নানা রকম ভ্যারাইটি কেক তৈরি হাতে ব্যস্ত। এই বছর বড়দিনে সবথেকে বেশি চাহিদা রয়েছে ফ্রুট কেকের।
ডিসেম্বর মাসে এমনিতেই অনেক রকম কেকের ভ্যারাইটি পাওয়া যায় যেটা সারাবছর পাওয়া যায় না। এছাড়াও, বড়দিনে কেকের বিক্রির চাহিদা বাড়ছে বলে জানান বিক্রেতারা।
একজন বিক্রেতা বলেন, “বড়দিনে সবথেকে বেশি চাহিদা থাকে ফ্রুট কেকের। এছাড়াও, চকলেট কেক, বাদাম কেক, ডেজার্ট কেক, ভ্যানিলা কেক ইত্যাদির চাহিদাও থাকে।”
তিনি আরও বলেন, “বড়দিনে কেকের বিক্রির চাহিদা বাড়ে। তাই আমরা আগে থেকেই নানা রকম ভ্যারাইটি কেক তৈরি করে রাখি।” কেউ বলেন, “বড়দিনে কেক কিনতে বাজারে এসেছি। ফ্রুট কেক কিনেছি।” আরেক ক্রেতা বলেন, “আমি আমার প্রিয়জনদের জন্য চকলেট কেক কিনেছি।” বড়দিনে বাজারে হরেক রকম কেক পাওয়া যাচ্ছে। তাই ক্রেতারা তাদের পছন্দমতো কেক বেছে নিতে পারছেন।