রাজ্যের খবর

বিরল রোগে আক্রান্ত শিশু, ভরসা সমাজের সহানুভূতি

Children with rare diseases rely on society's sympathy

Truth Of Bengal: সোনারপুরের রুপনগরের এক বছরের শিশু রিধিকা দাস একটি বিরল ও প্রাণঘাতী রোগ, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি  (SMA) টাইপ ১-এ আক্রান্ত। জন্মের কয়েক মাসের মধ্যেই তার শরীরে এই রোগ ধরা পড়ে, যার ফলে ধীরে ধীরে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলছে সে। বর্তমানে রিধিকার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং চিকিৎসার জন্য প্রয়োজন একটি বিদেশি ভ্যাকসিন- যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

শিশুটির বাবা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস এবং মা হৈমন্তী দাস অসহায়ভাবে সাহায্যের আবেদন জানাচ্ছেন রাজ্য ও কেন্দ্র সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে আবেদন জমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও বিধায়ক লাভলী মৈত্র। তিনি রিধিকার পরিবারের হাতে ৮ লক্ষ টাকার চেক তুলে দেন এবং জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, “এই লড়াই শুধু একটি পরিবারের নয় — এটি আমাদের সকলের। আসুন, আমরা সকলে একসাথে রিধিকার প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসি।”

এই আবেদনে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, সংগীতশিল্পী, সমাজকর্মী — সকলেই এই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছেন। রিধিকার মা কাঁদতে কাঁদতে বলেন, “আমার মেয়ের হাতে আর মাত্র এক বছরের সময়। আপনারা একটু করে সাহায্য করুন, যাতে ও বাঁচতে পারে।” আজ সমাজের প্রতিটি স্তরের মানুষের সহানুভূতিই হতে পারে এই শিশুর জীবনের শেষ আশার আলো। টাকা যেন কোনো শিশুর মৃত্যুর কারণ না হয়- এই বার্তাই পৌঁছে যাচ্ছে হৃদয়ে হৃদয়ে।

Related Articles