রাজ্যের খবর

ফের বোমার শিকার শিশু! ঘটনার জেরে আক্রান্ত ২

Children fall victim to bomb again! 2 injured in incident

Truth Of Bengal: ফের বোমায় আক্রান্ত শৈশব। বোমা বিস্ফোরনে এলাকায় বেশ কয়েকটি বোমা উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে শামশেরগঞ্জ থানার অন্তর্গত মালঞ্চ গ্রামে। আহত এক কিশোরী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আরো এক কিশোরী জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সুত্রে জানাযায়, আহত দুই কিশোরী নাম নুসরাত জাহান (৬) ও সামিয়া খাতুন। আজ সকালে একটি আম বাগানে খেলা করছিল দুই কিশোরী। খেলা করার সময় বলের মত একটি বস্তু দেখতে পেয়ে হাতে তুলতেই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।

ঘটনায় গুরুতর জখম অবস্থায় সামশেরগঞ্জের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই কিশোরীকে। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নুসরাত জাহানকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী।

জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয় এখনও তল্লাশি চালানো হচ্ছে। এবং দোষীদের গ্রেফতার করা হবে। কে বা কারা এই বোমা মজুদ করেছিল কোন উদ্দেশ্যে মজুদ করেছিল ঘটনার তদন্তে করছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

Related Articles