জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিক্ষোভে উত্তাল নয়াপাড়া
Child dies in road accident in Jalpaiguri, Nayapara erupts in protests

Truth Of Bengal: জলপাইগুড়ির ৭৩ মোড় সংলগ্ন নয়াপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চার বছরের শিশু রবি রাউতকে পিষে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় থাকা হিমঘরে আলু সংরক্ষণের জন্য রাস্তার ওপর অতিরিক্ত গাড়ির ভিড় লেগে থাকে। এর আগেও এই এলাকায় পথ দুর্ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এক বাসিন্দার অভিযোগ, “এর আগেও দুর্ঘটনার পর পুলিশ বলেছিল, হিমঘরে আলু রাখার জন্য নির্দিষ্ট নিয়ম করা হবে। রাস্তার ওপর বেশি গাড়ি রাখা যাবে না। কিন্তু সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন হয়নি। ফলে আজও প্রাণ গেল এক শিশুর।”
নয়াপাড়া জুনিয়র স্কুলের শিক্ষক অভিজিৎ দাসগুপ্ত বলেন, “প্রতিদিনই আমাদের স্কুলের ছোট ছোট শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আজ এক শিশু প্রাণ হারালো। আমাদের স্কুলের কোনও নিরাপত্তা নেই, এখানে দেওয়াল খুবই প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, দ্রুত হিমঘরের গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করা হোক এবং রাস্তার পাশে স্কুলের জন্য সুরক্ষিত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।