রাজ্যের খবর

 ১০-১৫ জনকে ডাকা হল নবান্নে, জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের

Chief Secretary's letter to junior doctors

Truth Of Bengal, Barsa Sahoo : ১০-১৫ জনকে ডাকা হল নবান্নে। ফের জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের। সন্ধ্যে ৬টায় ডাকলেন জুনিয়র ডাক্তারদের।

শর্তসাপেক্ষে আলোচনায় রাজি রাজ্যের জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ওপেন ফোরামে আলোচনার দাবি। শর্তসাপেক্ষে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তাররা। একাধিক শর্ত জানিয়ে নবান্নে ই-মেল করলেন তারা। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধির উপস্থিতিতে আলোচনার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। কৌশলী অবস্থান জুনিয়র চিকিৎসকদের। ওপেন ফোরামে হোক আলোচনা, দাবি রাজ্যের জুনিয়র ডক্টরস ফ্রন্টের।

সংবাদমাধ্যমের সামনেই আলোচনার দাবি জুনিয়র ডক্টরসদের। আলোচনা চেয়ে নবান্নে ই-মেল আন্দোলনকারীদের। ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান জুনিয়র ডাক্তারদের। এখনও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। ডেডলাইনের পরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ৫ দফা দাবি না মেটা পর্যন্ত অবস্থান বহাল থাকবে, জানাল আন্দোলনকারী চিকিৎসকরা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট জানিয়েছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনকারী চিকিৎসকদের। কিন্তু তার সত্বেও চিকিৎসকেরা ছিলেন অনড়। তাঁদের ছ’দফা দাবি না মিটলে কাজে যোগ দেবেন না। এই দাবিতে তাঁরা মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযান করেন। এই আবহে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের পক্ষে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে একটি মেল পাঠানো হয়। মেলে বলা হয়, নবান্নে এসে সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দল এসে দেখা করতে পারে।মেলে ‘এখন’ শব্দটিও লেখা ছিল।

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সরকারের তরফে ওই মেলটি পাঠিয়েছিলেন। প্রতিনিধি দলে কারা থাকবেন  তা-ও জানাতে বলা হয়। নবান্ন সূত্রে খবর, মেল পাঠানোর পর প্রায় ৮০ মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। অবশেষে কেউ না এলে তিনি সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি ফিরে যান। এদিকে জুনিয়র ডাক্তারদের দাবি, ওই মেলের ভাষা ‘অপমানজনক’। তাই তাঁরা নবান্নে যাননি। তাঁরা স্বাস্থ্য ভবনের সামনেই রাতভর অবস্থান বিক্ষোভে বসেন। এমতাবস্থায় প্রতিবাদের জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর সকলের।

Related Articles