
Truth Of Bengal: মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় ওয়াকফ আইন বাতিল ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল। তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে বাংলা অশান্ত করার চক্রান্ত করা হয় বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নতুন করে যাতে উত্তেজনা না বাড়ে তার জন্য ভিআইপিদের না যাওয়াই শ্রেয় বলে আগে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে অনুরোধ করেছিলেন মুর্শিদাবাদে না যাওয়ার।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি ইচ্ছে করলে যেতে পারতেন কিন্তু এখন তিনি যাচ্ছেন না। অশান্ত মুর্শিদাবাদ এখন শান্ত। রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রয়াসে শান্তি ফিরে এসেছে। ঘরছাড়ারা ঘরে ঘরে ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জানিয়ে দিলেন তার মুর্শিদাবাদ সফরের কথা।
আগামী মে মাসে মুর্শিদাবাদে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। যে এলাকায় অশান্তির আবহাও ছড়িয়ে ছিল সেইসব এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন। সম্প্রীতির বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যেন প্ররোচনায় পা না দেন সেই পরামর্শ দেবেন। বহিরাগতরা এলাকায় অশান্তি বাঁধানোর জন্য ফাঁদ পেতে রেখেছে। সেই ফাঁদে যেন মানুষ পা না দেন সেই বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মে মাসে মুর্শিদাবাদে যাবেন তিনি।