রাজ্যের খবর

মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Chief Minister lashes out at BJP from administrative meeting in Murshidabad

Bangla Jago Desk: মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের সুতির ছাবাঘাটি স্কুল মাঠে আয়োজিত প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকেই তিনি ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকার ৭২টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন।

প্রশাসনিক উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব, ধর্মনিরপেক্ষতার বার্তা এবং কেন্দ্রের প্রতি অসন্তোষ। তিনি বলেন, “বিজেপি মৌলবাদীদের কথা শুনে প্ররোচিত হবেন না। আমি চোখের সামনে দাঙ্গা দেখতে চাই না। যারা দাঙ্গা করে, তারা বাইরে থেকে আনা লোক।”

তিনি সাফ জানিয়ে দেন, “আমার ধর্ম একটাই—মানবধর্ম। আমি কারও জমি অধিগ্রহণ করিনি, করবও না। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চাইলে দিল্লি যান, বাংলায় কোন সমস্যা নেই। কেউ যদি এ বিষয়ে গণ্ডগোল করে, তবে আমি তাঁদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠব।”

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের প্রতি হওয়া অত্যাচারের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “বাংলায় কথা বললেই বাইরে অত্যাচার হচ্ছে। যারা বাইরে কাজ করতে গিয়ে হেনস্তা হচ্ছেন, তাঁদের পরিবার যেন তাদের ফিরিয়ে আনে। সরকার কাজ দেবে, কৃষি ও মাটির সৃষ্টির মাধ্যমে জীবন নির্বাহ সম্ভব।”

নদীভাঙনের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “লালগোলা ও ভগবানগোলার নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারই ৮০০ কোটি টাকা খরচ করছে। কেন্দ্র কোনও সাহায্য করেনি। আমরা আরও কাজ করব।”

মন্দির নির্মাণ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগে সোজাসাপ্টা ভাষায় বলেন, “ভালো করে মন্দির বানালাম, আর আমাকে বলে চুরি করেছি! প্রমাণ দিন, না হলে আমি ভবিষ্যতে কড়াই গন্ডায় শোধ নেব।”

এই প্রশাসনিক সভা যেন হয়ে উঠল উন্নয়ন প্রকল্প ঘোষণার পাশাপাশি বিরোধীদের কড়া জবাব দেওয়ার মঞ্চ। মুখ্যমন্ত্রীর বার্তা ছিল পরিষ্কার—বাংলা শান্তির, সম্প্রীতির, মানবতার ভূমি, এবং এখানে বিভাজনের রাজনীতির কোনও স্থান নেই।

Related Articles