কাশ্মীর হামলার পর উত্তপ্ত উত্তরবঙ্গ, বাড়তি নজরে ‘চিকেন নেক’, জারি হাই অ্যালার্ট
Chicken Neck on high alert in North Bengal after Kashmir attack

Truth of Bengal: কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের প্রতিটি প্রান্তে সতর্কতা জারি হয়েছে। তারই প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। সেনা ও বায়ুসেনা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।
সতর্কতার মূল কারণ ‘চিকেন নেক’— এক সংবেদনশীল ভৌগোলিক অঞ্চল, যেটি চিন, নেপাল, ভুটান ও বাংলাদেশ ঘেরা। এই অঞ্চল জঙ্গি ও বিদেশি শত্রুদের জন্য সহজ প্রবেশপথ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
আলিপুরদুয়ারের হাসিমারা ও শিলিগুড়ি বাগডোগরায় ইতিমধ্যেই বায়ুসেনা মহড়া শুরু করেছে। হাসিমারা ঘাঁটি থেকে রাফালে যুদ্ধবিমান উড়ে গেছে দেশের উত্তরের এক গোপন ঘাঁটির উদ্দেশে। প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে আকাশে ওড়ানোর প্রস্তুতি রয়েছে।
গুয়াহাটি, বাগডোগরা, হাসিমারা— এই তিনটি বায়ুসেনা ঘাঁটিকে এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাশাপাশি সুকনা ও সিকিমের সেনাঘাঁটিতে ত্রি-শক্তি কর্পসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার জেরে সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে। বিএসএফ-এর পাশাপাশি সেনাবাহিনীও নজর রাখছে প্রতিটি সীমান্ত পয়েন্টে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি রয়েছে। সেই কারণে সীমান্তবর্তী প্রতিটি রাজ্যকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার ‘চিকেন নেক’ অঞ্চলেও তৎপরতা তুঙ্গে। পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকার।