রাজ্যের খবর

ছটপুজোর প্রস্তুতিতে ব্যস্ত পুরুলিয়া

নয়ন কুইরী, পুরুলিয়া: সোমবার ছটপুজো। রাজ্য়ের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রস্তুতি। তেমনই পুরুলিয়ায়ও এই উৎসবের আয়োজন চলছে। প্রতিবছরে ছট পূজায় হাজার হাজার মানুষের সমাগম হয় ছট পুজো সমিতির পরিচালনায় পুরুলিয়া শহরের সূর্য মন্দির প্রাঙ্গণে নিবারণ সায়েরে ছোট পুজোয়। (Purulia)

চিত্র: নিজস্ব

আরও পড়ুনঃ নভেম্বর থেকে স্পাইসজেটের বিমান সম্প্রসারণ

ছট পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মন্দির চত্বরে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় উপস্থিত হন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি, পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল সহ অন্যান্যরা। তাঁরা সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। (Purulia)

চিত্র: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পৌর প্রধান জানান, যাতে ছট পুজো ভালোভাবে হয় তার জন্য পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর দিকে ছট পুজো কমিটির সদস্যরা জানান, কমিটির পক্ষ থেকেও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কারও কোনও অসুবিধা না হয়। (Purulia)

Related Articles