মানুষের মাঝে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে চিতা ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Cheetah is walking safely among people! Viral videos on social media

The Truth Of Bengal : রাতের অন্ধকারে জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ। আর চিতাবাঘের ঘুরে বেড়ানোর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার জনগণ।
সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবারি এলাকায় রাতের অন্ধকারে জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ। জানা যায়, সোমবার ওই এলাকায় একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার জনগণ।
ওই এলাকাটির পাশেই রয়েছে খরিয়ার বন্ধর জঙ্গল ও বাতাবাড়ি চা বাগান। উল্লেখ্য, এর আগেও ওই এলাকা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার করার ঘটনা ঘটেছিল। এবার রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘের ঘোরাফেরা করার ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার জনগণ।