রাজ্যের খবর
Trending

ধাওয়া করে গাঁজা উদ্ধার,কোথায় পাচার হচ্ছিল এই গাঁজা

Chasing and recovering cannabis, where was this cannabis being smuggled

The Truth Of  Bengal : লোকসভা ভোটের মুখে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ।  মঙ্গলবার  মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়ক রতনপুর ধুমার পাহাড় এলাকা থেকে  একটি পণ্য বোঝায় লরি দার করিয়ে তল্লাশি চালায় সাগরদিঘী থানার পুলিশ। ঘটনাস্থলে লরির মধ্যে থেকে  ৩২২  কেজি গাঁজা উদ্ধার হয়।

ইতিমধ্যেই  সাগরদিঘী থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে , ধৃত ব্যক্তিদের নাম  রাজিব আলম ,বয়স ২৭ বছর।  তার বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায়, ধৃত আরো এক ব্যক্তির নাম  হালদার মিয়া  তার বয়স ৩১ , তার বাড়ি কোচবিহার জেলার নাজিরহাট এলাকায়।

মঙ্গলবার  রতনপুর ধুমার পাহাড় ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময়  ৩২২ কেজি গাঁজা সহ  ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সাগরদিঘী থানার পুলিশ। গাজা পাচারকারীরা কোথায় নিয়ে যাচ্ছিল এই গাজা  ইতিমধ্যেই  সে বিষয়ে খতিয়ে দেখছেন সাগরদিঘী থানার পুলিশ ।

Related Articles