রাজ্যের খবর
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল, কী জানাল সংসদ
Changes in the schedule of higher secondary examination, what did the parliament say?

Truth Of Bengal : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময়সূচীতে বড়সড় বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বদল আনা হয়েছে সেমিস্টার টু-পরীক্ষায়। আগামী ২৩ মার্চ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা চলবে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমনই জানানো হয়েছে। দুপুর তিনটের পরিবর্তে পরীক্ষা চলবে দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত। ভিজুয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের হবে। দুপুর ২ টো থেকে ৩ টে ১৫ অবধি সেই পরীক্ষা নেওয়া হবে বলে খবর।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল, কী জানাল সংসদ#highschool #student pic.twitter.com/hv3O73j9nt
— TOB DIGITAL (@DigitalTob) October 28, 2024