রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিকে পরিবর্তন! শেষ হচ্ছে ৪৭ বছরের পুরনো পদ্ধতি

Changes in Higher Secondary Education! The 47-year-old system is ending

Truth Of Bengal: ২০২৬ সাল থেকে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে হবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকবে দুটি সেমেস্টার—তৃতীয় ও চতুর্থ। এই দুই সেমেস্টারের ভিত্তিতেই হবে চূড়ান্ত মূল্যায়ন।

সেমেস্টারভিত্তিক পরীক্ষার সূচি:

তৃতীয় সেমেস্টার শুরু ৮ সেপ্টেম্বর, শেষ ২২ সেপ্টেম্বর ২০২৬ এবং চতুর্থ সেমেস্টার: শুরু ১২ ফেব্রুয়ারি, শেষ ২৭ ফেব্রুয়ারি ২০২৬। ২০২৫ সালের পরীক্ষায় যাঁরা অকৃতকার্য হয়েছেন বা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের জন্য পুরনো এবং নতুন—দু’ধরনের পদ্ধতিতেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬। এটি শুধুমাত্র অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ১৯৭৮ সাল থেকে চালু থাকা পুরনো পদ্ধতির এটাই শেষ অধ্যায়। ২০২৬ সাল থেকেই উচ্চ মাধ্যমিক হবে সম্পূর্ণ সেমেস্টারভিত্তিক। এই নতুন কাঠামোর ফলে শিক্ষার্থীরা নিয়মিত মূল্যায়নের মধ্যে থাকবে, যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles