মাতৃমন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন , জয়রামবাটিতে ভক্তদের ঢল
Celebrating the 103rd founding day of the Matri Mandir, a crowd of devotees thronged Jayarambati

Truth Of Bengal:কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: মহা সমারোহে বুধবার পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মাতৃমন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। জয়রামবাটির পবিত্র মাটিতে মা সারদার জন্মভিটে বুধবার পরিণত হয়েছে আধ্যাত্মিক এক প্রাণকেন্দ্রে। ১৯২৩ সালের অক্ষয় তৃতীয়ার দিন রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যে মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, তা পরিণত হয়েছে বিশ্বজোড়া পূণ্যার্থীদের তীর্থক্ষেত্রে।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকাল থেকেই জয়রামবাটিতে উপচে পড়েছে ভক্ত ও পূণ্যার্থীদের ভিড়। ভোর ৪টায় শুরু হয় মঙ্গলারতি। তারপর ধারাবাহিকভাবে বেদপাঠ, স্তবগান ও বিশেষ পূজোপাঠ অনুষ্ঠিত হয়। সকাল ৬:৪৫ মিনিটে চণ্ডীপাঠের আয়োজন করা হয়। গোটা দিন জুড়েই চলবে নানা ভক্তিমূলক অনুষ্ঠান, সন্ধ্যায় রয়েছে সন্ধ্যারতি ও যাত্রাপালা।
মা সারদা দেবীর জন্ম ১৮৫৩ সালে বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে, পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে। ছোটবেলাতেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন রামকৃষ্ণদেবের সঙ্গে। জীবনের বড় অংশ কাটে এই জয়রামবাটিতেই, যেখানে তিনি ভক্ত ও সন্ন্যাসীদের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করতেন।
১৯২০ সালে তাঁর মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় মাতৃমন্দির। তারপর থেকে প্রতি বছরই এই দিনটিকে বিশেষভাবে পালন করে আসছেন ভক্তকুল। এই অনুষ্ঠানে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্য ও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে।
এই পবিত্র দিনে জয়রামবাটি যেন পরিণত হয়েছে এক মহা আধ্যাত্মিক মেলাক্ষেত্রে। মাতৃমন্দির কর্তৃপক্ষের সুচারু ব্যবস্থাপনায় ও ভক্তদের আন্তরিক অংশগ্রহণে ১০৩ তম প্রতিষ্ঠা দিবস হয়ে উঠেছে এক অপূর্ব উৎসবের নিদর্শন।