রাজ্যের খবর

যমুনা বাঁধের জলে ১৪৩১টি ডুব, অন্যরকম বর্ষবরণ যুবকের

Celebrating bangali New Year in a different way

The Truth of Bengal: প্রতিবছর একটি করে ডুবের সংখ্যা বাড়ে। এবছর ডুব দিলেন ১৪৩১টি। রবিবার বাংলা নববর্ষের সূচনা। বাঙালির কাছে আবেগের এই দিনটি একটু অন্যরকম ভাবে পালন করতে বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত দিলেন ১৪৩১টি ডুব। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধের জলে অভিনব বর্ষবরণ দেখতে ভিড় জমায় বহু মানুষ। বাংলা নববর্ষ উদযাপনে মেনে বাঙালি। ঘরে ঘরে নানা আয়োজন। দিকে দিকে নানা অনুষ্ঠান। মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় করে দিনটি পালন করল বাঙালি।

তবে অন্যরকম বর্ষবরণ দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে। প্রতিবছর একটি করে ডুবের সংখ্যা বাড়ে তাঁর। এবছর ডুব দিলেন ১৪৩১টি। বাঙালির কাছে আবেগের এই দিনটি একটু অন্যরকম ভাবে পালন করতে বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত দিলেন ১৪৩১টি ডুব। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধের জলে অভিনব বর্ষবরণ দেখতে ভিড় জমায় বহু মানুষ। প্রতিবছরই বাংলা এবং ইংরেজির নতুন বছরকে এই ভাবেই বরণ করেন সদানন্দ দত্ত। কেন এই ভাবে তিনি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানান? এই প্রশ্নে সদানন্দ দত্ত জানান, এই অভিনব উদ্যোগের কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা।

সেই লক্ষ্যে তিনি প্রতিবছরই এই ভাবেই নতুন বছরকে বরণ করে চলেছেন। প্রতিবছর বাংলা হোক বা ইংরেজি নতুন বছরের শুরুতে সকাল সকাল যমুনা বাঁধের জলে এই ভাবে বর্ষবরণ উদযাপন করে আসছেন সদানন্দ দত্ত। বছর গুনে জলে ডুব দিয়েই তিনি অন্যরকম বর্ষবরণ করেন। একদিকে যখন নানা অনুষ্ঠান দিয়ে নতুন বছর স্বাগত জানানো চলে, তখন যমুনা বাঁধের জলে ১৪৩১টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানান বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। সময় লাগে মোট ৩৪ মিনিট।

Related Articles