রাজ্যের খবর

রাস্তার কাদায় গাড়ি আটকে, পথেই সন্তান প্রসব

Car stuck in mud on road, baby born on the way

Truth Of Bengal: শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুরসেনি এলাকায় অবশেষে সাধারণ মানুষের অসহায়তা কাঁদিয়ে দিলো প্রকৃত মানবিকতা। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে স্ত্রী সোনালিকে নিয়ে যাওয়ার পথে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন সুব্রত সিং। বুধবার ভোরে প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীকে নিয়ে হাসপাতালে রওনা দেন সুব্রত, কিন্তু কাদাপথে গাড়ির চাকা বসে যায়। সময় নষ্ট না করে, গাড়িতেই সন্তান প্রসব করাতে বাধ্য হন সঙ্গে থাকা আশাকর্মী মানসী পাত্র। পথেই জন্ম নেয় নবজাতক।

এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, পরদিন অর্থাৎ বৃহস্পতিবার কোদাল হাতে নিয়ে রাস্তায় নামেন সুব্রত। উদ্দেশ্য একটাই — আর কোনো পরিবার যেন এমন বিপদের সম্মুখীন না হয়। তাঁর এই উদ্যোগে পাশে দাঁড়ান গ্রামবাসীরাও। শুরু হয় কাদা-মাটি পরিষ্কার করে রাস্তা সচল করার কাজ।

সুব্রত জানান, “বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। যেভাবে আমাদের গাড়ি আটকে গিয়েছিল, সেটা জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ভাবলেই শিউরে উঠছি। তাই আর দেরি না করে নিজেই কাজে নামলাম।”

এই ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিক। যদিও সুব্রতর এই মানবিক পদক্ষেপ সমাজের কাছে এক বড় বার্তা — শুধু অভিযোগ নয়, প্রয়োজনে নিজেই হয়ে উঠুন পরিবর্তনের কারণ।

Related Articles