রাজ্যের খবর

পাচারের আগে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

Cannabis worth lakhs of rupees recovered before trafficking

Truth Of Bengal : ফের সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের এমডি বক্স এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করে। যুবকের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হয় গাজা। এরপরেই ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের নাম রাজদীপ প্রমাণিক। সে বালুরঘাটের পতিরাম এলাকার বাসিন্দা।

ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের কাছ থেকে ২৩ কেজি গাজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এবং উদ্ধার হওয়া গাজা কোচবিহার থেকে বালুরঘাটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃত যুবককে শিলিগুড়ি মহাকুমার আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ।

Related Articles