রাজ্যের খবর

মেদিনীপুরে প্রচারের ঝাঁজ বাড়ছে, মেদিনীপুরের কংগ্রেস প্রার্থীর প্রচারে রাজ্য সভাপতি শুভঙ্কর

Campaigning is increasing in Midnapore, State President Subhankar is campaigning for the Congress candidate from Midnapore

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষের সমর্থনে মেদিনীপুর শহর জুড়ে ভোট প্রচার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বুধবার দলীয় কার্যালয় থেকে হুট খোলা জিপে করে প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন শুভঙ্কর সরকার। পরে শহরের এল আই সি মোড়ে একটি পথসভায় দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন।

তারই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর জি কর সহ রাজ্য জুড়ে ধর্ষন প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন শুভঙ্কর সরকার। একই সাথে তৃণমূলকে যোগ্য জবাব দিতে জাতীয় কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। শুভঙ্কর সরকার রেপ একটি সামাজিক ব্যাধি! তবে পুলিশ প্রশাসন তো রাজ্যের নিয়ন্ত্রণাধীন। পুলিশ প্রশাসন চাইলেই অনেকটাই এই ধরনের ঘটনা কম হতে পারে। এ ধরনের সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসতে গেলে সকলকেই সচেতন হতে হবে। পাশাপাশি তিনি আরোও বলেন, মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে গত ভোটের তুলনায় এইবারের উপনির্বচনে কংগ্রেস ভালো ফল করবে।

Related Articles