নার্সারির গাছ নষ্ট করার অভিযোগে সরব ব্যবসায়ী
Businessman accused of destroying nursery trees

Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নুর ইসলাম নামের এক ব্যবসায়ী পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা, রং-বেরঙের বাহারি ফুলের গাছের চাষ করেন। ঐ সমস্ত গাছ রাজ্য ছেড়ে ভিন রাজ্যেও রপ্তানি হয়ে থাকে। রবিবার রাতে দুষ্কৃতীদের কোপে পড়ে ব্যবসায়ীর অনেক টাকার গাছ নষ্ট হয়। গত তিন মাসে চার থেকে পাঁচবার দুষ্কৃতিরা ঐ ব্যবসায়ীর বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ নষ্ট করে করে দেয়। স্বরুপ থানায় সংশ্লিষ্ট ব্যবসায়ীর তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ফুল ব্যবসায়ী নুরু ইসলাম মোল্লা বলেন আমার জমিতে কাজ করে জীবিকা-নির্বাহ করেন অনেকেই যাদের পরিবার রয়েছে। বারবার কেন তার জমিকেই টার্গেট করা হয় এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই গাছ কাটার পেছনে কি কোন প্রতিবেশীর গণ্ডগোল নাকি রাজনৈতিক কোন হাট রয়েছে, এর তদন্ত শুরু করেছে স্বরুপনগর থানার পুলিশ। দুষ্কৃতীদের বিরুদ্ধে অতিসত্ত্বর ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিকরা।