রাজ্যের খবর

জঞ্জালের ওপর কর তুলে নেওয়া হোক, চাইছেন ব্যবসায়ী থেকে আমজনতা 

Businesses and the public want tax on garbage to be lifted

Truth Of Bengal: অভিষেক দাস: উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে পুরপ্রশাসনগুলিকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাফ কথা, জঞ্জাল সাফাই মিউটেশনের নামে পুরসভা কোনও কর চাপাতে পারবে না। এরমাঝে, মালদার ইংরেজবাজার পুরসভায় জঞ্জালের ওপর কর চাপানোর তথ্য মিলছে। পুরপ্রশাসন জনস্বার্থে কর প্রত্যাহার করুক, চান মালদার মানুষ।

উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহার পুরসভার বিরুদ্ধে জঞ্জাল কর বসানোর অভিযোগ পান মুখ্যমন্ত্রী। গত বুধবার তিনি  উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে  পুরসভাগুলিকে সতর্ক করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, জঞ্জাল সাফাই, মিউটেশনের নামে পুরসভাগুলি নাগরিকদের উপর কর চাপাতে পারবে না। সরকারের অনুমতি ছাড়া তারা কোনওরকম কর বাড়াতে পারবে না। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেও দেখা যাচ্ছে মালদার ইংরেজবাজারে জঞ্জালের ওপর কর নেওয়া হচ্ছে। নাগরিকমহলে জোর গুঞ্জন,মাসে ৩০টাকা করে কর নেওয়া হলে, মানুষ যাবে টা কোথায়? ব্যবসায়ীরাও নিজেদের স্বার্থে সরব হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশমতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জিও জানাচ্ছেন তাঁরা।

ইংরেজবাজার পুরসভার এই জঞ্জাল করের বিরোধিতা করে সোচ্চার হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কর প্রত্যাহারের দাবি উঠছে।যাঁরা ব্যবসা করেন, তাঁরা ট্যাকের কড়ি গুণতে গিয়ে হয়রান হচ্ছে বলে জানিয়েছেন। তাই আমজনতার স্বার্থে বিরোধীরাও কর প্রত্যাহারের পক্ষে সওয়াল করছেন।

পুরসভার কর্তারা বলছেন, কর আরোপ করলে, জঞ্জাল ফেলার সময় নাগরিকেরা সতর্ক হবে। জনসচেতনতা বাড়াতে এই কর লাগু করা হচ্ছে, বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই এই জঞ্জাল কর আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  ইংরেজবাজার পুরসভা জঞ্জালের ওপর  কর বসানোয় সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়ছে। ব্যবসায়ীদের মতোই তারা চায় কর প্রত্যাহার করা হলে তাঁরা স্বস্তি পাবেন।

Related Articles