রাজ্যের খবর

বাস চালককে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস, অভিযুক্তদের গ্রেফতারের দাবি বাস কর্মীদের

Buses closed indefinitely after driver assaulted, bus workers demand arrest of accused

Truth of Bengal: বাস চালককে মারধর করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মীরা। আসানসোলের কুলটি থানার বরাকরের ঘটনা। বাস কর্মীদের অভিযোগ সোমবার ভোর বেলা আসানসোল থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল একটি গাড়ি। যাওয়ার সময় বরাকর বাস স্ট্যান্ডে এক বাস চালককে গালিগালাজ করে বলে অভিযোগ।

এরপর ওই বাস চালককে মেরে নাক ফাটিয়ে দেয়। এমনকি বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়। বাস কর্মীরা জানান দুই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে বাস , মিনি বাস ,অটো,পরিষেবা বন্ধ রাখে বাস কর্মীরা। তাদের দাবি এই ঘটনায় অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।

আসানসোল বড় বাস ও মিনিবাস বাস এসেন  আধিকারিকদের সাথে যখন কথা বলা হয় তাদের বক্তব্য একটাই যে, যারা এই ৬ জন নিরীহ বাস ড্রাইভারদের উপরে হামলা চালায় তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি এটাও তারা বলেন যাতে নিত্যদিনে যাত্রী যাদের বাসের উপরে নির্ভর করে তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বাস কর্মীদের কাছে আবেদন করা হয় যারা এই ঘটনা সাথে জড়িত আছে পুলিশের কাছে আবেদন করা হয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। যেরকম ভাবে বাস চলাচল হয় যাতে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বাস ড্রাইভারদের কাছে আবেদন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles