
The Truth of Bengal: কাটোয়া থেকে আজ সন্ধায় একটি লাক্সারি বাস হাইজ্যাক করে নবদ্বীপের দিকে যাচ্ছিল এক দুষ্কৃতী। পথে বাসটিকে আটকে দেয় পুলিশ এবং দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, কাটোয়া বাসস্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি হাইজ্যাক করে দুষ্কৃতী।
বাসটিকে নবদ্বীপের দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে পড়ে। পুলিশ বাসটিকে আটকে দেয় এবং দুষ্কৃতীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুষ্কৃতীর নবদ্বীপের বাসিন্দা। সে পূর্বেও দুটি গাড়ি হাইজ্যাকের ঘটনায় জড়িত ছিল।
পুলিশ জানায়, দুষ্কৃতী বাসটিকে নবদ্বীপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। সেখানে বাসটিকে বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। পুলিশের তৎপরতায় দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানায়।