মৈপিট নগেনাবাদে দুই বাড়িতে চুরি, ৬০ হাজার টাকা ও ৪ ভরি গয়না নিয়ে গেল চোর
Burglary in two houses

The Truth of Bengal: কুলতলি ব্লকের মৈপিঠ উপকূল থানা এলাকার নগেনাবাদ গ্রামে পর পর দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এলাকায় মেলা চলাকালে পরিবারের সবাই মেলায় গিয়েছিলেন। সেই সুযোগে চোরের দল দুইটি বাড়িতে ঢুকে চুরি করে। একটি বাড়িতে অধীর হালদারের কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা এবং অপর একটি বাড়িতে সমীর মান্নার কাছ থেকে ৪ ভরি গহনা সমেত ৫০০০ টাকা চুরি হয়েছে।
খবর পেয়ে মৈপিট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ চুরির তদন্ত শুরু করেছে। বুধবার রাতে নগেনাবাদ গ্রামে এলাকায় মেলা চলছিল। সেই সুযোগে চোরের দল অধীর হালদার ও সমীর মান্নার বাড়িতে ঢুকে চুরি করে। অধীর হালদারের বাড়ির জানালা ও দরজা ভেঙে চোরেরা প্রায় ৬০ হাজার টাকা চুরি করে।
সমীর মান্নার বাড়ির জানালা ভেঙে চোরেরা ৪ ভরি গহনা সমেত ৫০০০ টাকা চুরি করে। খবর পেয়ে মৈপিট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ চুরির তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, চোরেরা এলাকারই কেউ হতে পারে। পুলিশ চোরদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।